খুলনার বটিয়াঘাটায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া গ্রামের একটি মৎস ঘের থেকে আজ শুক্রবার ৯টার দিকে হাফিজুল ইসলাম (৪৮) নামে এক ইজিবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।
জানা গেছে উপজেলা সদরের হেতালবুনিয়া গ্রামে সরজিৎ এর মৎস্য ঘেরের মধ্যে জবাই করা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ এর মাধ্যমে বটিয়াঘাটা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে, লাশটি উদ্ধার করে বটিয়াঘাটা থানায় নিয়ে আসে। পরবর্তীতে লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। নিহত ব্যক্তির নাম হাফিজুল ইসলাম (৪৮) পিতা খাদেমুল ইসলাম। গ্রাম প্লাটিনাম গেট, থানা খালিশপুর জেলা খুলনা।
নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ভাড়ায় চালিত একটি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। অনেক রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বটিঘাটা থানা সাব-ইন্সপেক্টর কেরামত আলী বলেন, আমরা লাশটি উদ্ধার করে সনাক্তের পর তাদের আত্মীয়দের খবর দিয়ে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। এ বিষয়ে বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার সাধারণ ডায়েরি নং ৩৩৭, তারিখ ০৭/০৩/২০২৫। ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে ও জবাই করে হত্যা করে ইজিবাইক টি ছিনতাই হয়েছে।