মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুনের মৃত্যু

টাংগাইল জেলা প্রতিনিধি

রাহিদ রানা

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(২০)এক তরুনের মৃত্যু হয়েছে।শনিবার ভোর রাতে মির্জাপুর রেলস্টেশনের পাশেই এ দূর্ঘটনা ঘটে।শনিবার সকালে অজ্ঞাত ঐ তরুনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ।নিহত ঐ তরুনের পরিচয় শনাক্ত করা যায়নি।মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান,রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে অজ্ঞাত পরিচয়ের ঐ তরুণ স্টেশনে আসেন।স্টেশন মাস্টারের সাথে তার কথা হলে তিনি জানায়, সে একজন কলেজ ছাত্র।ঢাকা থেকে সে টাঙ্গাইলের উদ্দেশ্যে বাসে উঠে।বাসে তাকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে সে অজ্ঞান হয়েছিল।মির্জাপুর এসে রাতে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।এরপর তিনি নিজ গন্তব্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছেন।এসময় স্টেশন মাস্টার তাকে জানান,মির্জাপুর থেকে সে রাতে কোন ট্রেন পাবে না।শনিবার সকালে তিনি শুনতে পায় স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।পরে সেখানে গিয়ে তিনি দেখতে পায় রাতে কথা বলা সেই অজ্ঞাত কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই)নজরুল ইসলাম জানায়,মির্জাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয়ের তরুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতের আঙুঁলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *