মহেশপুর সীমান্তে মদ ও ফেনসিডিল উদ্ধার
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর সীমান্ত থেকে বিজিবি ১৩৯ বোতল ভারতীয় মদ ও ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, রবিবার বিকেলে বিজিবির একটি টহলদল মহেশপুর উপজেলার মাইবাড়ীয়া ও নতুনপাড়া সীমান্তে টহল দেয়ার সময় পরিত্যক্ত অবস্থায় যথাক্রমে ৪২ বোতল এবং ৯৭ বোতল মদ উদ্ধার করে। অন্যদিকে মহেশপুরের গয়েশপুর উত্তরপাড়া সীমান্ত এলাকা হতে অন্য একটি টহল দল ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। তবে এসব ঘটনায় বিজিবির হাতে কেউ আটক হয়নি বলে জানা গেছে।