নগরীর জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ কমিশনারঃ
বিভাগিয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
CELL [28 FEBRUARY 2025] আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেলে পাইওনিয়ার গার্লস হাইস্কুল প্রাঙ্গণে নগরীর জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের ৩৫ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। পুলিশ কমিশনার প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থীদের কাছে মজার মজার কুইজের উত্তর জানতে চাইলে শিশু শিক্ষার্থীরা আনন্দ চিত্তে সকল প্রশ্নের সঠিক উত্তর প্রদান করে। এসময় কচি-কাচা শিশু বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন আবহের সৃষ্টি হয়। তিনি উপস্থিত শিশু-কিশোরদের উদ্দ্যেশে বলেন তোমরা বাবা-মায়ের কথা শুনবে, শিক্ষকদের কথা শুনতে হবে। বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান করবে। তিনি শিশু শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য উৎসাহ প্রদান করেন। অভিভাবদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান করুন। একইসাথে সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য অভিভাবকদের অনুরোধ করেন। পরিশেষে সকলে মিলে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, সুখী-সমৃদ্ধ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।