ভাঙ্গা থানার ওসি থানা থেকেই গ্রেফতার হলেন

ভ্রাম্যমান প্রতিনিধি:
এবার থানা থেকে গ্রেফতার করা হলো ভাঙ্গা থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে।

যোগদানের ১১ দিন পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেফতার করে ঢাকার ডিবি পুলিশের একটি দল। মোহাম্মদ শফিকুল ইসলাম গত ১৫ ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় যোগদান করেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে ভাঙ্গা এলাকার মানুষের মধ্যে ওসি গ্রেফতারের বিষয়টি নিয়ে কানাঘুষা চলছিলো। কিন্তু ভাঙ্গা থানা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তিনি অফিসে নেই এটাই শুধু জানা যাচ্ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি অনুপস্থিত ছিলেন। এদিন বিকাল সাড়ে ৪ টার দিকে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিত মল্লিক বলেন, শুনেছি ওসি স্যার বুধবার রাতে ফরিদপুর এসপি স্যারের অফিসে গিয়েছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় এসেছেন কি না জানি না।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস শৈলেন চাকমা বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমকে বলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে গত বছর ৫ আগস্ট গাজীপুরে সংঘটিত একটি হত্যার ঘটনায় মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তখন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে তখন কর্মরত ছিলেন। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক মানবতাবিরোধী ট্রাইবুনালের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *