৪ লাখ ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও র্যাবের একটি যৌথ দল। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ও কুয়াকাটার লেম্বুরবন এলাকায় অভিযান চালিয়ে এ পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে পটুয়াখালীর মহিপুরের নিজামপুর কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আটক হওয়া ব্যক্তিরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০) এবং খলিল আহম্মদ (৩৯)। আটক হওয়া ব্যক্তিরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ সময় তিনি আরও জানান, ‘অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র্যাব সদস্যরা এই অভিযান চালায়। অভিযানে একটি ট্রলারে জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করা হয়। একই সময় লেম্বুরবন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা আরও তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ চক্রের মূলহোতাকে আটক করা যায়নি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি।’ জব্দ ট্রলার, উদ্ধার করা মাদক ও আটকদের মহিপুর থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।