বটিয়াঘাটায় হারিয়ে যাওয়া গৃহবধূকে থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
গত ২৬/ ০২ /২০২৫ তারিখে আলাউদ্দিন শেখ বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি মিসিং ডায়েরি করে। অভিযোগ সূত্রে জানা যায় স্ত্রী মিনা খাতুন গত ২৪/২/২৫ তারিখে ডাক্তার দেখানোর কথা বলে এক বছরের কন্যা সন্তান ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে থানাতে সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়রি নং ১৩৬৩ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা খায়রুল বাশারের দিকনির্দেশনায় এস আই পবিত্র ও এ এস আই জামাল, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডুমুরিয়া থানার গুটু দিয়া গ্রামের ভিকটিমের বান্ধবী উর্মির বাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করে থানাতে নিয়ে এসে ভিকটিমের খালা মাকসুরা খাতুন এর নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তর পর উক্ত সাধারন ডায়েরিটি বাদী প্রত্যাহার করে নেন।