পুলিশ-র্যাবের জালে ৩১ ছিনতাইকারী
বিশেষ প্রতিনিধি, ঢাকা।
রাজধানী ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ৩১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গত বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এসব অভিযান চালানো হয়। র্যাবের হাতে গ্রেপ্তার ২২ জন হলো- রাজু, রাশেদ, হৃদয়, রনি, নুরুজ্জামান, সিফাত হোসেন, রায়হান, ইমন, রতন, ইয়াসিন, সোহেল রানা, জাহিদ হাসান, সাকিব, ইমান ওরফে ইমাম হোসেন, মারুফ, পলাশ, শুভ, বাছির, সাগর, আনোয়ার, আরিফ ও শাহিন।
এদিকে রাজধানীর বিমানবন্দর পার্কিং, গোলচত্বর ও কাওলা রেলগেট এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার ৯ ছিনতাইকারীরা হলো- মনির হোসেন, রাকিব, সাগর, রাশিদুল ইসলাম বাবু, আল আমিন, রিয়াম হোসেন, হৃদয়, মাসুম সরকার ও তারেক মিয়া। তাদের বিমানবন্দরের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে প্রত্যেককে এক মাস করে কারাদ- দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার র?্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব ১০-এর আভিযানিক দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত র্যাব ১০-এর লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল পুরান ঢাকার লালবাগ সেকশন এলাকাসহ আশপাশে অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
এদিকে র?্যাব-১ অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বিমানবন্দর, বনানী, রূপগঞ্জ, আবদুল্লাহপুর, টঙ্গী এবং গাজীপুরে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে বলে তথ্য পাওয়া যায়। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে র্যাব ১-এর আভিযানিক দল গুলশানের মাদানী অ্যাভিনিউ এলাকা থেকে গাজীপুর সদর থানার চতরবাজার এলাকা এবং বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ফুটওভার ব্রিজসংলগ্ন রাস্তায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের নেতা ইমনসহ ১৫ জনকে গ্রেপ্তার করে। ডিএমপির বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, গ্রেপ্তার ৯ ছিনতাইকারীকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।