মধুপুরে সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

টাংগাইল জেলা প্রতিনিধি

রাহিদ রানা

টাঙ্গাইলের মধুপুরের লাউফুলা শিবরামবাড়ী গ্রামের বাসিন্দারা সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। বুধবার দুপুরে মধুপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের প্রেসক্লাবের সামনে অর্ধশত লোকের অংশগ্রহণে মানববন্ধন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ি আবুবকর সিদ্দিক। এছাড়াও বক্তব্য দেন আলোকদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, হেলাল উদ্দিনসহ ৫জন বক্তব্য দেন।

আবুবকর সিদ্দিকসহ অন্যরা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকায় ২৩ ফেব্রæয়ারি তারিখে ১২ পৃষ্ঠায় ‘মধুপুরে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত সংবাদের কোন ভিত্তি নেই। সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত।

আবু বকর সিদ্দিক দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওই সংবাদে যে চাঁদার কথা বলা হয়েছে সেটি আদৌ সত্য নয়। পুরোই ভিত্তিহীন।

সংবাদে উল্লেখ করা হয়েছে ”৫ আগষ্টের প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে হেনস্তা করা হচ্ছে বলে সংবাদে লেখা হয়েছে তার কোন সত্যতা নেই। ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া, বাড়ি নির্মানে বাঁধা দেওয়া এবং তার ছেলেকে স্কুল থেকে ফেরার পথে মারধর করার মতো কোন ঘটনা ঘটেনি। বাধা দিলে দুতলা ভবন নির্মান করলো কিভাবে? বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনা হলো শারমিন আক্তার দেড় বছর আগে নারায়ণগঞ্জ থেকে এসে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ী বাঁশতলা গ্রামে বাড়ি করেন। তিনি সবসময় নারায়ণগঞ্জের ত্রাস শামিম ওসমানের পাওয়ার দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন। তিনি শামীম ওসমানের ভাতিজি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।

গ্রামের কয়েকজন সুযোগ সন্ধানী ব্যক্তিকে নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও সম্মান হানিকর সংবাদ প্রকাশ করেছেন। আমি চাই সাংবাদিকরা সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *