খুলনার বটিয়াঘাটায় মোটরসাইকেল সমিতি নির্বাচন অনুষ্ঠিত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
আজ বুধবার খুলনার বঠিয়াঘাটায় ৪ নং সুরখালি ইউনিয়ন এর গাওঘরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ নং সুরখালি ইউনিয়ন মোটরসাইকেল সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বটিয়াঘাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে সদস্য সচিব আল-আমিন গোলদার সহ আরো অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে মোট ০৪ টি পদের প্রতিদ্বন্দ্বী ছিলেন ৮ জন,সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী ছিলেন ০২ জন, সহ-সভাপতি পদে ০২জন প্রতিদ্বন্দ্বী এছাড়াও, সাধারণ সম্পাদক পদের ০২ জন প্রতিদ্বন্দ্বী , ও কোষাধক্ষ পদে ০২ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। উক্ত নির্বাচনে ভোট গ্রহণের সময় সকাল ৮:০০ বেজে শুরু করে দুপুর ২:০০ পর্যন্ত ভোট গ্রহণ চলমান থাকে। ভোট গ্রহণের শেষে প্রধান নির্বাচন কমিশনার সহ প্রতিদ্বন্দ্বীর এজেন্টকে নিয়ে ভোট গণনা শেষ করে ফল প্রকাশে জানা যায় ২০২ টি ভোটের ভিতর ১০৭ টি ভোট গ্রহণ হয়েছে এবং সর্বোচ্চ ভোট পেয়ে চারজন প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন ২০২ ভোটের ভিতর ১০৭টি ভোট কাস্টিং হয়েছে তার কারণ অনেক মোটরসাইকেল ড্রাইভার বিভিন্ন কারণে এলাকাতে না থাকার কারণে ভোটকেন্দ্রে আসতে পারেনি এবং অনেক ভোটার সময়ের বাইরে এসে ভোটে যোগদান করতে পারেনি অর্থাৎ নির্ধারিত সময়ের শেষে ভোট কেন্দ্রে এসে পৌঁছেছেন। নির্বাচন কমিশন আরও বলেন আমাদের ভোট মেজরিটি পার্সন অর্থাৎ বেশিরভাগ ভোট কাস্টিং হয়েছে এ ভোটে ১০৭ টি ভোটের ভিতর ৯৭ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর দফাদার, প্রতিদ্বন্দ্বী অনির্বাচিত প্রার্থী ১০ টি ভোট পেয়েছেন । সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৬৭ টি ভোট পেয়ে মোঃ সাইফুল বিশ্বাস, প্রতিদ্বন্দ্বী অনির্বাচিত প্রার্থী ৪০ টি ভোট পেয়েছেন। ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাজমুল শেখ ৮৬ টি ভোট পেয়েছেন, প্রতিদ্বন্দ্বী অনির্বাচিত প্রার্থী ২১ টি ভোট পেয়েছেন। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হানিফ গাজী ৫৬ টি ভোট পেয়ে ছেন। প্রতিদ্বন্দ্বী অনির্বাচিত প্রার্থীর ৫১ টি ভোট পেয়েছেন।
এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার বলেন বিগত দিনের থেকে বর্তমান নির্বাচনটি সুষ্ঠু এবং খুব সুন্দরভাবে সফল হয়েছে তাই নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে বলেন তাদের আগামীর পথ সুগম সুন্দর হোক এবং তারা যাতে সুন্দরভাবে তাদের নিজ দায়িত্ব পালন করতে পারে সেই আশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ জাহাঙ্গির দফাদার বলেন আগামী নির্বাচিত সময়ের ভিতর তার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করবে এবং সকলের কাছে দোয়া প্রার্থী। অন্য নির্বাচিত প্রার্থীগণ সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে করে তাদের নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। এখানেই নির্বাচনী ফলাফল সমাপ্তি ঘোষণা করা হয়।