স্বামীর মরদেহ সিলিং ফ্যানে

চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে স্ত্রীর মেঝেতে ও স্বামীর মরদেহ অন্য আরেকটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। চাঁদপুর শহরের পালপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৃতরা হলেন – জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। তারা ওই ভবনের দ্বিতীয় তলায় গত ৫-৬ মাস ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

শিউলি আক্তারের মা খুরশিদা বেগম বলেন, দুটি ছেলে সন্তান হওয়ার পর শিউলি আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ঢাকার সাইনবোর্ড ওয়েস্টটেন্ড হেলথ ফার্মা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি নেয়। সে সময় তার সঙ্গে একই কোম্পানিতে চাকরি করা মো. সবুজের পরিচয় হলে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। একসময় প্রবাসী স্বামীকে ছেড়ে গোপনে সবুজকে বিয়ে করে শিউলি। পরে তারা দুজন চাকরি ছেড়ে চাঁদপুর এসে আলাদাভাবে বাসা ভাড়া নেয়। ঘটনার দিন শিউলি আমাদের কাছে ছিল।
তিনি বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সবুজ ফোন করে শিউলিকে প্রতাপসাহা রোডের বাসায় ডাকে। পরে আমি শিউলির ফোন বন্ধ পাওয়ায় মঙ্গলবার দুপুরে নাতিকে সঙ্গে নিয়ে ওই বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পাই। ঘটনাটি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে ওদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে রশিতে ঝুলন্ত অবস্থায় ও স্ত্রীকে ফ্লোরে পড়া অবস্থায় পেয়েছি। আমরা বাড়ির মালিক শাহজাহান ও নিহত শিউলি আক্তারের মা খুরশিদা বেগমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। তবে জেনেছি নিহত দুজনেই আগে বিয়ে করেছে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *