৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব, দু’জনের দপ্তর বদল
বিশেষ প্রতিনিধি, সচিবলায় এলাকা:
সরকারের ৯ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন সচিব নতুন দপ্তর পেয়েছেন। বাকি ৭ জন অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. তাজুল ইসলামকে সচিব করে পাঠানো হয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে। যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমানকে দেওয়া হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব। ঢাকা ম্যাস র্যা পিড ট্র্যানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পেয়েছেন সেতু বিভাগের সচিবের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে একই বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের চেয়ারে বসবেন।
দুজন সচিবের দপ্তর বদল: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে সদস্য করে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এর আগে ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, দু-এক দিনের মধ্যে নয়জনকে সচিব পদে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে।
ওই দিন তিনি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিব পদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁরা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাঁদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকেই সচিব করা হচ্ছে।