রূপসায় দস্যুতার অভিযোগে ৫টি চোরাই ভ্যান গাড়ি সহ আটক ২
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
গতকাল রাত ৮:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দস্যুতার অভিযোগে দুইজনকে আটক করা হয় আটককৃতরা হলেন ১ মোঃ সুমন হাওলাদার (৩৮), পিতা মৃত আব্দুর রহমান হাওলাদার গ্রাম- রাজাপুর , ২। ইসলাম মাতুব্বর (২৩),পিতা আসাদুল মাতুব্বর, গ্রাম আইচগাতি জেলা খুলনা।উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে খাদিজা নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন মামলা নং১৭/২৪/০২/২৫।