মাগুরার শ্রীপুরে মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল মণ্ডলসহ বিএনপির দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও বিএনপি সমর্থকদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা।
রবিবার বিকেলে করন্দি গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক নুরুল মন্ডলের ছেলে রাজু মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমলসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক মোঃ নুরুল মন্ডল, বিএনপির কর্মী মোঃ আবু বক্কার মন্ডল, মোঃ চুন্নু শেখ, মোঃ কামরুল শেখ, ইউনিয়ন কুষক দলের ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ শুকুর শেখ, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. লিটল শেখসহ স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজু মন্ডল জানান, তার বাবা ও তাদের সামাজিক দলের লোকেরা, বিগত ১৭ বছর আওয়ামী আমলে বিভিন্ন হামলা, মামলার শিকার হয়েছে। কোনো একটি রাত ঠিক মতো শান্তিতে ঘুমাতে পারেনি তারা। রাজু আরো বলেন আমাদের নেতা বাদরুল আলম বিশ্বাস হিরো কাকার নির্দেশ মতে, আমরা সর্বদা চলেছি এবং ভবিষৎয়েও চলবো ইনশাআল্লাহ।
গত ৫ আগষ্টের পর বিগত ১৭ বছর ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দ্বীন মোহাম্মাদ দ্বীন আলীর সাথে প্রক্যাশে রাজনীতি করে বেডানো আব্দুস সালাম ১৭ বছর ধরে আমার-আব্বু ও তার সামজিক দলের বিএনপি কর্মি শুকুর, জকির, শুকুরের বাবা ও শুকুরের স্ত্রী-সহ আরো অনেককে মারপিট করে। এদের মধ্যে জাকিরের দু পা পঙ্গু করে দেন।
তিনি আরো বলেন, এই চাঁদাবাজ সালাম ছিলেন আওয়ামী লীগের সভাপতি দীন-আলির ডান হাত। অস্ত্র মামলা, নারী নির্যাতন মামলাসহ একাধিক মামলার আসামী এই সালাম।
রাজু আরো জানান, একই গ্রামের আমলগীর হোসেনের ছেলে সজিব হোসেন নৌ বাহিনীতে চাকুরি করা অবস্থায় স্বর্ণ ও তেল চুরি, নারী ক্লেংকারীসহ একাধিক অপকর্মের কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। এই অপরাধে তাকে জেলেও যেতে হয়। গত ৫ আগষ্টের পর সালাম ও সজিব জমি দখল, গাছ কাঁটা, চাঁদা বাজিসহ একাধিক অপকর্মে সক্রিয় ভাবে জড়িত। গত ৭ আগস্টে দীন-মোহাম্মাদ দীন-আলীর সামাজিক দল ও আওয়ামী লীগের সমস্থ লোজনকে একত্রিত করে চাঁদা ধরে ছিন্নি দিয়ে দল গঠন করে। এটি অত্র অঞ্চলে সকলেই অবগত। এছাড়াও সালাম, আলম, সজিব, মারুফ, মুরাদ ও হাফিজ বিএনপির মতো একটা সুনাম ধন্য দলের নাম ব্যবহার করে যে অপকর্ম শুরু করেছে তা জাতীয়তাবাদী দলের সাথে সাংঘর্ষিক।
রাজু বলেন, যেহেতু আমার বাবা নুরুল মন্ডল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কোনো অন্যায় কে সার্পোট করে না। তাই ওরা আমার বাবার পেছনে শত্রুতা শুরু করে। সজিব, আলম, সালাম, মুরাদ, মারুফ, হাফিজ মিলে আমার বাবার সামাজিক দল কে নিয়ে অপ-রাজনীতি শুরু করেছে। ওরা আমাদের এলাকায় গ্যাং বাহিনী তৈরি করে আমাদের গ্রামকে অশান্ত করে তুলেছে।
সেহেতু আমার বাবা ফেসবুক বা ডিজিটাল প্লাটফর্ম সম্পর্কে ভালো বোঝে না। তাই ওরা ফেসবুকে আমার বকবা ও-তার সামাজিক দল ও বিএনপিকে নিয়ে বিভিন্ন বানোয়াট মন গড়া মতোবাদ ফেসবুকে প্রচার করছে। গতকাল আমরা যখন জানতে পারি। সজিব আলম, সালাম, হাফিজ, মারুফ, মুরাদ আওয়ামী লীগের দলবল নিয়ে গোপন মিটিং করছে। আমরা কয়েক জন সেখানে গেলে ওরা অতর্কিত আমাদের ওপর হামলা করে। তখন আমরা আত্মরক্ষার চেষ্টা করি। ওদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল যার ভিডিও আমার কাছে রয়েছে।
জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। এই সজিব, আলম, সালাম, হাফিজ, মারুফ, মুরাদ বিএনপির পদ-পদবীর নাম ভাঙ্গিয়ে জমি দখল, গাছ কাঁটা, চাঁদা বাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এই সজিব চাকুরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সে টাকা দিয়ে কোনো কাজ কর্ম না করেও ফোটানি মেরে বেড়াচ্ছে। তাই আপনারা সঠিক তথ্য নিয়ে অতি দ্রুত সজিব, আলম, সালাম, হাফিজ, মারুফ, মুরাদ এদের জাতীয়তাবাদীদল ও এর অঙ্গসংগঠনের সকল পদ-পদবি থেকে বহিষ্কার করার জন্য জেলা নেতাদের কাছে অনুরোধ জানান। তিনি বলেন না হলে এরা দলের ভাবমূর্তি চরম ভাবে নষ্ট করবে।
এ বিষয়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল মণ্ডল বলেন, আমার বিরুদ্ধে সালাম,সজীবসহ আওয়ামীলীগের দোসররা যে অভিযোগে সংবাদ প্রচার করেছে এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।