জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।
।জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামালপুর জেলা কমান্ড্যান্টের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর শিল্পকলা একাডেমী মিলনায়নে সমাবেশে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এছাড়াও বক্তব্য রাখেন ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক সরোয়ার জাহান চৌধুরী, ২৬ আনাসার ব্যাটালিয়নের পরিচালক মো. আছলাম সিকদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলা কমান্ড্যান্ট জে.এম এমরান প্রমুখ।

পরে অতিথিরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫০ সদস্যের মাঝে পুরস্কার হিসেবে বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *