আদমদীঘিতে ইউএনও’র সঙ্গে বৈষম্য বিরোধী নেতৃবৃন্দের মত বিনিময় সভা
আদমদীঘিতে ইউএনও’র সঙ্গে বৈষম্য বিরোধী নেতৃবৃন্দের মত বিনিময় সভা
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সঙ্গে বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিকে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সঙ্গেও তাঁরা মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মাহমুদুল হাসান, মূখ্য সংগঠক আজিম উদ্দিন, সংগঠক আল ফাহাদ, সদস্য আরমান, নূর মোহাম্মদ শিশির, আলিফ, রোহান, সিয়াম প্রমূখ। মত বিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।