বটিয়াঘাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
শুক্রবার ২১শে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটের সময় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবস টি পালন করেন।

প্রথমে বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধাের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  এরপর বটিয়া ঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নির নেতৃত্বে উপজেলার সকল কর্মকর্তা বৃন্দেদের নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বটিয়াঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা খাইরুল বাশার এর  নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান।   এছাড়া বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে বটিয়াঘাটা প্রেসক্লাবের আহবায়ক এডভোকেট সোহেল রানা ও তরিকুল ইসলামের নেতৃত্বে সাংবাদিক সোহরাব মুন্সী,ইমরান হোসেন সুমন, ইমরান হোসেন,অরূপ জর্দার, শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।

উপজেলা বিএনপি’র পক্ষ থেকে আহবায়ক ইজাজুর রহমান শামীমের,সুলতান মাহমুদ সাইফুর রহমান, সহ বিভিন্ন নেতৃবৃন্দ , শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবন্ধন জানানো হয়। বিভিন্ন এনজিও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তি কর্মসূচি সকাল ৯ টা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি। আলোচনা সভায়, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, শরিফ শাওন,ওসি মোস্তফা খায়রুল বাশার,অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা, উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সদর ইউনিয়ন জামাতের সভাপতি তরিকুল ইসলাম,বিএনপি সভাপতি ইমরান আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্রনেতাওমর হামজা তানভীর আহমেদ, রনী সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সবার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে  দিবসটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *