টাঙ্গাইল পৌরসভায় দুদুকের অভিযান;চিকিৎসকের জায়গায় সমাজ উন্নয়ন কর্মকর্তা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌরসভায় দুদুকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল পৌরসভায় এ অভিযান চালায় টাঙ্গাইল দুদুক।
টাঙ্গাইল দুদকের সহকারী পরিচালক বিপ্লব হোসেন বলেন,পৌরসভার বিভিন্ন অনিয়মের অভিযোগ আসলে আমরা আজকে দুপুরে পৌরসভায় অভিযান পরিচালনা করি। এসময় দেখতে পাই বিভিন্ন সামগ্রীর হিসাব গড়মিল রয়েছে। পরে সেই হিসাবের কপি গুলো আমরা হাতে নিয়েছি সেই হিসাব দেখে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পৌরসভার যে প্রাথমিক দরিদ্র ও অসহায় শিশুদের জন্য চিকিৎসার জন্য প্রকল্প রয়েছে সেই প্রকল্পে চিকিৎসক বাদ দিয়ে একজন সমাজ উন্নয়ন কর্মকর্তা দিয়ে চালাচ্ছে যা একদম নিষেধ। দেখতে পেলাম ২০২৩-২৪ অর্থ বছরে হেক্সিছল, মাস্ক ও স্যালাইন কিনেছে যা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে । এছাড়াও আমরা সকল তথ্য নিয়ে যাচ্ছি পরবর্তী বিস্তারিত জানানো হবে।
পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সুভাশীষ বলেন,আমাকে মেয়র সিরাজুল হক আলমগীর সাহেব সমাজ উন্নয়ন কর্মকর্তা পদ থেকে সরিয়ে আমাকে এই চিকিৎসা কার্যক্রমে দিয়েছে। এখন মেয়র আমাকে যেই দায়িত্ব দিবে সেই দায়িত্ব আমি পালন করবো। তবে চিকিৎসা সম্পর্কে আমার কোন ধারনা নেই পিসক্রিপশন দেখে ঔষুধ বিতরন করি।
অভিযানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল দুদকের উপ সহকারী পরিচালক রবিউল ইসলাম ও বাসেদ আলী।