আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ এ জাতীয় পতাকার অবমাননা করেছে প্রধান শিক্ষিকা বিউটি ম্যাডাম।

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খুলনা জেলায় দাকোপ উপজেলার পশ্চিম বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি ম্যাডাম ২১ ফেব্রুয়ারি -২০২৫ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন নি। ৭.৩০ মিঃ স্কুলে কোন শিক্ষককের দেখা মেলেনি। বিদ্যালয়ের বারপোস্ট পতাকা বিহীন দাঁড়িয়ে আছে।বিগত দিনে ও ঐ প্রতিষ্ঠানের এরকম অভিযোগ আছে। নিজেদের ইচ্ছামত শিক্ষকরা আসা যাওয়া করে। নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলেন,” সরকারি টাকা খাচ্ছে আর শিশুরা লেখাপড়া শিখুক আর না শিখুক তাতে শিক্ষকদের কি”? শিক্ষিত সমাজ বলেন,” এই যদি শিক্ষকদের আচরণ হয় তবে জাতি শিখবে কি? উর্দ্ধতন কর্তৃপক্ষ সঠিকভাবে তদারকি না করার জন্য শিক্ষকদের এই গাফেলতি। আর সে কারনেই শিক্ষকরা অভিভাবকদের গুরুত্বই দেয় না ” । প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার মুঠোফোনে বলেন,” না মানার কোন সুযোগই নেই। প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *