বটিয়াঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
নিরাপদ রাস্তা নিরাপদ জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা থানার বারয়াড়িয়া হতে সুন্দর মহলের খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২৩ শে ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া ডুমুরিয়া সড়কে বারোআড়িয়া শহীদ স্বরণী মহাবিদ্যালয় কলেজের সামনে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারেের দাবিতে আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকার ১৫ বছর হলেও উক্ত ৫ টি গ্রামের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবহেলিত উক্ত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন,অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান।

সে সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ সরণী মহাবিদ্যালয় কলেজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সেসময় নেতৃবৃন্দরা বলেন, অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন। বৃষ্টির মৌসুমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোরার হোসেন ফিরোজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস, জামাত নেতা মো: ইয়াসিন আরাফাত, শিক্ষক বৃন্দ যথাক্রমে মোঃ শামীম সরদার, বিকাশ মন্ডল, স্বপন কুমার মন্ডল, সেবানন্দ ঢালী, ব্রজেন্দ্রনাথ গাইন, তন্ময় কুমার মন্ডল, ইলিয়াস হোসেন, মাওলানা আঃ জব্বার, মোসাম্মাৎ মাহফুজা খাতুন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এ এস আই কে এম এনায়েত হোসেন, বিএনপি নেতা মেহেদী হাসান, ওয়ার্ড বিএনপি সভাপতি আবু বক্কার গাজী, যুবদল নেতা মুছা শেখ, মাসুম বিল্লাহ, মামুন মোড়ল, বি এম হানিফ, শিক্ষার্থী আঃ হাকিম, সুমি খাতুন, রিয়া মন্ডলসহ ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ এলাকার হাজার লোকের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *