আর রহমান সিটি কমপ্লেক্সের পক্ষ থেকে ২০০ ইয়াতিম ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
গত ২৪/২/২৫ তারিখ সোমবার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থীত আর রহমান সিটি কমপ্লেক্সের পক্ষ থেকে এবং কুয়েত সোসাইটি ফর রিলিফ বাংলাদেশ অফিস এর অর্থায়নে সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ২০০ ইয়াতিম ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ এবং শিশুদের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব , সভাপতি, আর রহমান সিটি কমপ্লেক্স, পরিচালক সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কওসার আলী গাজী, সিনিয়র কনসালট্যান্ট (শিশু)সিএসএস হাসপাতাল খুলনা। মুফতি ইমদাদুল্লাহ, সদস্য সচিব আর রহমান সিটি কমপ্লেক্স। আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আশরাফ আলী, সহ সুপার রায়পুর দাখিল মাদ্রাসা,মোঃ শফিকুল ইসলাম, চেয়ারম্যান পাঁচগ্রাম, ইউনিয়ন পরিষদ নড়াইল। মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ডাঃ আব্দুস সবুর, রেজাউল হাওলাদার, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোহাম্মদ রিয়াজ উদ্দিন একান্ত সচিব পরিচালক মহোদয় । প্রধান অতিথিকে আর রহমান সিটি কমপ্লেক্সের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, প্রধান অতিথি উক্ত কমপ্লেক্স টি ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং এমন মহতী কাজের জন্য তিনি আর রহমান সিটি কমপ্লেক্স কে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।ইফতার সামগ্রির ভিতর চাল, ডাল, তেল, আলু, মুড়ি, ছোলা, চিনি , লবণ, খেজুর,ইত্যাদি(মোট২৫ কেজি) প্রদান করা হয়। সুবিধা ভোগীরা বলেন এই ইফতার সামগ্রী পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আর রহমান সিটি কমপ্লেক্সের জন্য দোয়া করেন এবং এ প্রতিষ্ঠানের সকলের দীর্ঘ হায়াত কামনা করেন