ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪ বাংলাদেশী আটক
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
বিজিবির একটি সুত্র জানায়, মহেশপুর ৫৮ বিজিবির একটি দল বৃহস্পতিবার দুপুরে শ্যামকুঁড়,পলিয়ানপুর ও বাঘাডাংগা
সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪ জন বাংলাদেশীকে আটক করে। অপরদিকে ৫৮ বিজিবির একটি টহল দল মহেশপুরের বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া থেকে ৭৩২ পিস ভারতীয় যৌন উত্তেজক ভায়াগ্রা ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা ১৪ বাংলাদেশী আটক ও ভায়াগ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।