আদমদীঘিতে মসজিদে চুরি করতে গিয়ে চোর আটক
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে মসজিদে চুরি করতে গিয়ে রুবেল হোসেন (৪০) নামের এক ব্যক্তি জনতার হাতে চোর আটক হয়েছে। উপজেলার বড় ঝাখইড় এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এ সময় চুরি যাওয়া ৯ টি সিলিং ফ্যান উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার রুবেল হোসেন নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার বড় ঝাখইড় গ্রামে চুরি উদ্দেশ্যে একটি মসজিদে মধ্যে যান রুবেল হোসেন। এ সময় মসজিদ থেকে ৯ টি সিলিং ফ্যান খুলে নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে চুরির মালামালসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।