খুলনায় বেসরকারি সিম কোম্পানীর বিক্রয় প্রতিনিধি নিহত
এম এ জলিল বিভাগিয় পতিনিধি খুলনা।
খুলনা বেসরকারি সিম কোম্পানী বাংলালিংকের সেলসম্যান দুর্বৃত্বের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাইপাসে ২২ তলার সামনে এঘটনা ঘটে।
নিহত মো. আল আমিন বাগেরহাটের চিতলমারী এলাকার হিজলা গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একইসাথে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।।