ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতি,গ্রেফতার তিন ও লুণ্ঠিত মাল উদ্ধার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা
ঢাকা থেকে রাজশাহীর নাটোরের বড়াইগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা গত ১৮ফেব্রুয়ারি রাতে ইউনিক রোড রয়েলস্ পরিবহনে ডাকাতির ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-১৭(০২)২৫।টাঙ্গাইলের পুলিশ সুপার মো.মিজানুর রহমানের দিক নির্দেশনায় ডিবি অফিসার ইনচার্জ(ডিবি-দক্ষিন)টাঙ্গাইল ও ডিবি অফিসার ইনচার্জ(ডিবি-উত্তর)টাঙ্গাইল প্রয়োজনীয় সংখ্যক ফোর্সের সমন্বয়ে ডিবির একটি টিমসহ মির্জাপুর থানা পুলিশের একাধিক অভিযানিক টিম তদন্তে নামেন।গুপ্তচরের তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলের ডিবি পুলিশ মির্জাপুর থানা পুলিশের টিম সঙ্গে নিয়ে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই ডাকাতির সাথে জড়িত ৩ জনকে ঢাকার সাভারের ডেন্ডা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ৩টি মোবাইল,১টি ছুরি ও নগদ ২৯,৩৭০/-উদ্ধার করেছে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন,১.শহিদুল ইসলাম মুহিত(২৯)পিতা বদর উদ্দিন শেখ সাং লাউতারা,দৌলতপুর,মানিকগঞ্জ ২.সবুজ(৩০)পিতা ইসমাইল মোল্লা সাং রামকৃষ্ণপুর,জাজিরা,শরীয়তপুর এবং ৩.শরীফুজ্জামান ওরফে শরীফ (২৮) পিতা আবুল হোসেন সাং টানডেন্ডা,সাভার,ঢাকা।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো.মোশারফ হোসেন বলেন,ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য এখনো মির্জাপুর থানা-পুলিশের একটি টিম মাঠে কাজ করছে,আশা করছি অন্যান্য আসামিদেরও গ্রেফতার করতে সক্ষম হবো এবং তিনি আরো জানান,ঐ বাসের চালক,সুপারভাইজার ও হেলপার পুলিশের নজরদারিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *