লেমন হত্যায় আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন।

মোঃ আরিফুর রহমান,
স্টাফ রিপোর্টার
অপরাধ তথ্য চিত্র ঢাকা

ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে কোনপ্রকার তৎপরতা না থাকায় আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ১৯ ফেব্রুয়ারী ২৫ তারিখে সকাল ১০ ঘটিকার সময় শেরপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মৃত লেমনের স্বজনেরা মানব বন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারক লিপি প্রদান করেন। এসময় বক্তারা প্রকাশ্যে দিবালোকে লেমন হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবি জানান।
শেরপুরে চাল কলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় এক তরুণ ব্যবসায়ীকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার করেছে কয়েকজন তরুণ । ১৪ ফেব্রুয়ারী ২৫ তারিখে শেরপুর শহরের দিঘারপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ তরুণের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমন (৩২) শেরপুর শহরের দীঘারপাড় এলাকার ধান-চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে।হাবিবুর রহমান তালুকদার লেমন নিজে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন।
গত শুক্রবার বিকেলে হাবিবুর রহমান তালুকদার লেমনের উপর হামলার ঘটনা ঘটে।
রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়েছে।
গত শুক্রবার বিকেলে কয়েকজন তরুণ দিঘারপাড় এলাকার হাবিবুর রহমান তালুকদার লেমনের বাবার মালিকানাধীন চালকলের মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলতে যান। এ সময় হাবিবুর তাদের ক্রিকেট খেলতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন তরুণ তাকে ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। স্হানীয় জনগণ তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর মহাখালী মেট্রোপলিটন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় । ১৫ ফেব্রোয়ারী শনিবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান তালুকদার লেমনের মৃত্যুর বিষয়টি তিনি স্বজনদের নিকট থেকে জেনেছেন। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
একইসঙ্গে জড়িত তরুণদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *