নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য সাংসদ প্রার্থী আরমানের মায়ের মৃত্যুবার্ষিকী ও কমান্ডার সিরাজ দম্পতির জন্য দোয়া
শহর প্রতিনিধি
প্রিয় মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে সকলের দোয়া চেয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর)আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী খন্দকার মাহমুদুল হাসান আরমান। ১৭ ফেব্রুয়ারী বাদ জোহর তার শ্বশুর নারায়ণগঞ্জ-৪ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের শহরের টানবাজারস্থ বাসভবনে এসব কর্মসূচী পালিত হয়। মাহমুদুল হাসানের প্রয়াত মাতা সুরাইয়া বেগম মঞ্জু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নি। গত বছরের এই দিনে সুরাইয়া বেগম মঞ্জু জটিল রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…..রাজিউন। দোয়া অনুষ্ঠানে সম্ভাব্য সাংসদ প্রার্থী খন্দকার মাহমুদুল হাসান আরমানের মাতা সুরাইয়া বেগম মঞ্জু ছাড়াও তার শ্বশুর সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ ও শাশুড়ী রহিমান বেগমেরও বিদেহী রুহের মাগফেরাত কামনা করা হয়। আরমান ছাড়াও দোয়া অনুষ্ঠানে অংশ নেন কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ এর সুযোগ্য কন্যা নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি সামিয়া ইসলাম নেভিনা,তারেক জিয়া প্রজন্ম দলের উপদেষ্টা সাইফুল ইসলাম মারটিন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়া, তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনিসহ নারায়ণগঞ্জ সদর এবং বন্দর এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বি,এন,পি নেতা ও কর্মীগন। মিলাদ শেষে মরহুমার পরিবারের পক্ষ থেকে দুঃস্থ ও পথকলিদের মাঝে খাবার বিতরন করা হয়।
শর্ট স্ক্রিপ্ট’র মোড়ক উম্মোচনীতে বহু ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী
আপনারা সাব্বির সেন্টুর নাটক মঞ্চস্থ
করবেন আশা করি ভাল কিছু পাবেন
বন্দর প্রতিনিধি
বহু ভাষাবিদ,দেশ খ্যাতিমান কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী বলেছেন,সাব্বির আহমেদ সেন্টু আধুনিক নাটকের রূপকার। বাংলার কৃষ্টি কালচারকে সমৃদ্ধ করতে তার শর্ট স্ক্রিপ্ট বইটি নিঃসন্দেহে গ্রহণযোগ্যতা অর্জণ করবে। আমি বলবো এটা তার যুগোপযোগী প্রয়াস। যুগের সাথে তাল মিলিয়ে নাট্যাঙ্গনকে এগিয়ে নেয়ার এরচেয়ে সহজতর আর কিছু হতে পারে না। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলার ১৬তম দিন সন্ধায় কথা সাহিত্যিক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর ৫ম প্রকাশনা নাট্যগ্রন্থ ” শর্ট স্ক্রিপ্ট ” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুল হাসান নিজামী আরো বলেন, সাব্বির আহমেদ সেন্টু দুঃসাধ্যকে সাধ্য করেছেন ৩ ঘন্টার নাটক ৩০মিনিটে আনতে সক্ষম হয়েছেন। আপনারা সাব্বির আহমেদ সেন্টুর নাটক মঞ্চস্থ করবেন আশা করি ভাল কিছু পাবেন। মানবাধিকার সংগঠক মোমেন ইসলামের সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেশবরেণ্য ছড়াকার ও সংগঠক আতিক হেলাল। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যক্ষ সুরকার,গীতিকার ও গবেষক প্রফেসর মো. আমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবুল বাশার মজুমদার,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ও অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি,আমর বাংলাদেশ (এবি) পার্টির ঢাকা বিভাগীয় কমিটির সহ সাংঠনিক সম্পাদক শাহজাহান বেপারী,কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ হোসেন,দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন,বন্দর থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না,সিরাজ উদ্দৌলা নাট্যদলের সাংগঠনিক সম্পাদক বশির খান,মিডিয়া ভিশনের পরিচালক সোনিয়া আহমেদ প্রমুখ।
সাব্বির সেন্টু’র শর্ট স্ক্রিপ্ট নাট্যাঙ্গনে
সাড়া ফেলবেঃ আতিক হেলাল
সংবাদ বিজ্ঞপ্তি:
দেশবরেণ্য ছড়াকার ও সংগঠক আতিক হেলাল বলেছেন,সাব্বির আহমেদ সেন্টু একটি প্রতিবাদের নাম। এবারের বইমেলায় তার দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অতি স্বল্প সময়ের নাটকের মাধ্যমে তিনি সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছেন। যা কি না দেশের নাট্যাঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমার বিশ্বাস সাব্বির সেন্টু’র শর্ট স্ক্রিপ্ট নাট্যাঙ্গনে সাড়া ফেলবে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলার ১৬তম দিন সন্ধায় কথা সাহিত্যিক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর ৫ম প্রকাশনা নাট্যগ্রন্থ ” শর্ট স্ক্রিপ্ট ” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আতিক হেলাল আরো বলেন,সাব্বির সেন্টুর বইটি হয়তো আগের লেখা নিয়ে করা হয়েছে। তার কাছে অনুরোধ থাকবে তিনি যেন ৫ আগষ্ট নিয়ে নাটক রচনা করেন। ৫ আগষ্টের গল্প সকল মানব হৃদয়ে গেঁথে দিতে হবে। যাতে এই নাটক থেকে মানুষ সত্যিটা শিখতে এবং জানতে পারে। মানবাধিকার সংগঠক মোমেন ইসলামের সঞ্চালনায় মোড়ক উম্মোচন মঞ্চে অনুষ্ঠিতএ আয়োজনে উদ্বোধক হিসেবে ছিলেন বহু ভাষাবিদ,দেশ খ্যাতিমান কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যক্ষ সুরকার,গীতিকার ও গবেষক প্রফেসর মো. আমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবুল বাশার মজুমদার,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ও অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি,আমর বাংলাদেশ (এবি) পার্টির ঢাকা বিভাগীয় কমিটির সহ সাংঠনিক সম্পাদক শাহজাহান বেপারী,কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ হোসেন,দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন,সিরাজ উদ্দৌলা নাট্যদলের সাংগঠনিক সম্পাদক বশির খান,মিডিয়া ভিশনের পরিচালক সোনিয়া আহমেদ প্রমুখ।