টাঙ্গাইলে যানজট জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার তাগিদে এমএএফ এর আলোচনা সভা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল শহরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজট নিরসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এমএএফ টাঙ্গাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার স্বপ্না। জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেলো এডভোকেট রক্সি মেহেদীর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন টাঙ্গাইল ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন, সদর থানার পরিদর্শক (অপারেশন) ভিক্টর ব্যানার্জি, জাতীয়তাবাদী মহিলার দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও ফেলো নিলুফা ইয়াসমিন খান, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, টাঙ্গাইল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু,সার্ক মানবাধিকার সংস্থা টাঙ্গাইল জেলার শাখার সভাপতি অনিক রহমান বুলবুল, জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব ও এমএএফ টাঙ্গাইলের সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক ও ফেলো এ কে এম আব্দুল্লাহ, যুবদল নেতা ও ফেলো হিমেল খান বাঙ্গালী প্রমুখ।
বক্তারা, দৈনন্দিন ভোগান্তি নিরসনে পৌর এলাকার বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন,ডাস্টবিন স্থাপন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখেন। এ সময় সাংবাদিক,রাজনীতিবিদ,তরুণ স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন