ঝিনাইদহ ৩ আসনের সাবেক সাংসদ সদস্য মিয়াজী আটক দুইদি‌নের রিমান্ড

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ফ্যা‌সিষ্ট শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-ম‌হেশপুর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে য‌শোর সদর উপজেলার রুদ্রপুর এলাকার ‌নিজ মা‌লিকানাধীন শ্যামলছায়া পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানাগে‌ছে, মঙ্গলবার সন্ধ্যা সা‌ড়ে ৭টা থেকে শ্যামলছায়া পার্কে মিয়াজী‌কে অবরুদ্ধ করে রাখে স্থানীয় ছাত্রজনতা।
এরপর রাত ১০টার দিকে ওই পার্কের ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেয় এবং ফ্যা‌সিষ্ট হা‌সিনা বি‌রোধী শ্লোগান দি‌তে থা‌কে। পরে সেখানে যৌথবাহিনী উপ‌স্থিত হ‌য়ে সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেফতার করে। এদি‌কে মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজীকে দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সকালে ঝিনাইদ‌হের একটি আদালতে মিয়াজী‌কে হা‌জির করে রিমান্ড আবেদন ক‌রে পু‌লিশ। পরে আদাল‌তের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় সাবেক এই সাংসদের দুইদি‌নের রিমান্ড মঞ্জুর করেন।
পু‌লিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী মিয়াজী‌কে হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় আটক দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার পুলিশ প্রহরায় মেজর মিয়াজীকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়। ৫ আগষ্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *