ইসলামপুর হাসপাতালে দরপত্রের নির্দিষ্ট সময়ে কোন সিডিউল জমা হয়নি #বিএনপি সিন্ডিকেটে সমঝোতা পায়তারা!
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আহব্বান করা পথ্য, ষ্টেশনারী ও ধোলাই দরপত্রের নির্দিষ্ট সময় ১৮ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে কোন দরপত্র সিডিউল জমা হয়নি!
অনুসন্ধানের জানা গেছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামপুর, জামালপুর-এ ২০২৪-২৫ অর্থ বছরে খাদ্য, পথ্যাদি সরবরাহ, ষ্টেশনারী ও বিবিধ দ্রব্যাদি সরবরাহ এবং লিলেন সামগ্রী ধৌতকরণের জন্য যোগ্য দরপত্র দাতা/ঠিকাদারের নিকট হতে পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ (সংশোধিত-২০২১) মোতাবেক গ্রুপ ওয়ারী পৃথক পৃথকভাবে সিলমোহরকৃত খামে দরপত্র আহবান করা হয়।
দরপত্র আহবানের বিশেষ নির্দেশাবলী মোতাবেক ১৮/০২/২০২৫খ্রিঃ তারিখ সকাল ১০.০০টা হতে বেলা ১২.০০ ঘটিকা পর্যন্ত অত্র কার্যালয়ের দরপত্র রক্ষিত বাক্সে জমা দেওয়ার সময় ছিল। কিন্তু দরপত্র রক্ষিত বাক্সে জমা দেওয়ার সময় পর্যন্ত সময় সরেজমিনে হাসপাতালে অবস্থান করে দেখা গেছে নির্দিষ্ট সময়ে কোন দরপত্র সিডিউল জমা হয়নি!
দরপত্র আহবানের বিশেষ নির্দেশাবলীতে রয়েছে
কোন কারন দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ দরপত্র বাতিল, বিক্রয় ও দরপত্র জমাদানের সময়, তারিখ পরিবর্তন/সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন। যে কোন ব্যাপারে দরপত্র কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে (গ) অনিবার্য কারণবশত নির্ধারিত তারিখ ও সময়ে দরপত্র সিডিউল বিক্রয়, গ্রহণ, উন্মুক্তকরণ এবং মুল্যায়ন কার্য সম্পাদন সম্ভব নাহলে কর্তৃপক্ষ তাহা পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন।
কিন্তু দরপত্র আহ্বানকারী উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহস্য জনক কারণে
সে নিয়মের কোন তোয়াক্কা করছে না।
অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহেরের যোগশাজসে স্হানীয় বিএনপি একটি সিন্ডিকেট দরপত্রকার্যক্রম টেন্ডার প্রক্রিয়া তাদের দখলে নিয়ে
সমঝোতার পায়তারা করছে। ফলে সিন্ডিকেটের বাহিরে কাওকে টেন্ডার বক্সে কোন সিডিউল ফেলতে দেওয়া হয়নি। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এব্যাপারে উন্মুক্তকরণ কমিটির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহের জানান, নির্দিষ্ট সময়ে সিডিউল জমা না হওয়ায় দরপত্রদাতাগণদের একটি সময় দেওয়া হয়েছে।