আদমদীঘিতে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবীতে মানববন্ধন
আদমদীঘিতে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবীতে মানববন্ধন
আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি এই আয়োজনটি করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, নাজিম উদ্দিনসহ ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পরে তাঁরা এই বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের মাধ্যমে প্রদান করেন