আজ খুলনা শহীদ হাদিস পাকে মজলুম জননেতা এ টি এম আজাহারুল ইসলাম এর মুক্তির দাবি
বিভাগীয় প্রতিনিধি, খুলনা।
আজ খুলনা শহীদ হাদিস পাকে মজলুম জননেতা এ টি এম আজাহারুল ইসলাম এর মুক্তির দাবিতে ।জামায়াতীইসলাম খুলনা মহানগরী আয়োজিত এক বিশাল জনসভার আয়োজ করেছেন আজ বিকাল ৪টার সময় ।উক্তো জনসভার প্যধান অতিথি ছিলেন জামায়াতীইসলাম এর সেকর্টারী জেনারেল মিজ্ঞা গোলাম পরোয়ার ।