স্ত্রীকে ভোটার করতে গিয়ে ইউপি সদস্যের ৭ দিনের সাজা

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
বান্দরবানের লামায় আব্দুল জব্বার নামে এক ইউপি সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইউপি মেম্বারকে লামা থানা হেফাজতে দেয়া হয়েছে।

ইউএনও বলেন, লামার ৫ নম্বর সরই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল জব্বার ভুয়া জন্মসনদ তৈরি করে তার স্ত্রীকে ভোটার করার চেষ্টা করে। ভুয়া জন্মসনদের বিষয়টি বুঝতে পেরে উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম আমাদের অবহিত করেন। বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত মেম্বারকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২ (২) ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত ইউপি মেম্বার আব্দুল জব্বার থানা হেফাজতে রয়েছে। তাকে মঙ্গলবার বান্দরবান জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *