সাতক্ষীরা সীমান্তে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
সাতক্ষীরা সীমান্তে তিনটি পৃথক অভিযানে ২ জন ভারতীয় নাগরিক, ২ জন মাদক ও মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০ পিস ভারতীয় ইয়াবা ও ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। কলারোয়ার মাদরা বিওপি এবং সাতক্ষীরা শহরতলীর বাকাল চেকপোস্ট থেকে মালামালসহ তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ৯টায় মাদরা বিওপির বিশেষ আভিযানে পাসপোর্টবিহীন ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের নদীয়া জেলার দানতলা থানার ডৌলা পশ্চিমপাড়ার বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র (৫১) এবং কল্যানী জেলার কল্যানী গ্রামের মহেন্দ্র সরকারের ছেলে সূধীর সরকার (৫৭)।
বিজিবি আরো জানায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে মাদরা বিওপির নায়েব সুবেদার মোঃ কাজী বদরুল আলম এর নেতৃত্ব রাজপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
এদিকে মাদরা বিওপির পৃথক অপর এক অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০ পিস ভারতীয় ইয়াবা, নগদ ৩৭ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মোঃ বাপ্পা রহমান (৩০)। সে কলারোয়ার চন্দরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সোমবার সকাল ৯টার দিকে ভারত থেকে মাদক নিয়ে আসার সময় রাজাপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
অপরদিকে সোমবার বেলা সাড়ে ১২টায় ভোমরা বিওপির হাবিলদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ বোতল ভারতীয় মদ এবং ২৬০ ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম তাইফুর আলম (৩২)। সে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোঃ আবু তালেবের ছেলে।