বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াশ কর্ণারের উদ্বোধন
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
এশিয়া আর্সেনিক সংস্থার সহায়তায় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ওয়াশ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সার্বিক
ডাঃ তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর হিরোশি ইয়োকোটা, Naoto Tsuneyoshi, কায়ো নিশিমুরা, আরএমও ডাঃ অভিজিৎ মলিকসহ সংস্থার স্থানীয় কর্মকর্তারা।