ভোলাহাটে উপজেলা গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা গ্রাম আদালতের দ্বি-মাসিক আলোচনা সভা (১৩ ফেব্রুয়ারী’২৫) বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয়বারের মত উপজেলা গ্রাম আদালতের সমন্বয় সভা “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এ শ্লোগানকে কেন্দ্র করে দ্বি-মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা, স্থানীয় সাংবাদিকগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দ্যেশ্য বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের/ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব এবং করণীয় ও দিক নির্দেশনা দেয়া হয়।

উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সন্ধ্যা রানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শেষে শ্রেষ্ট ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভায় উপস্থিত উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং অন্যান্য সুধীজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *