টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের রাস্তা অবরোধ;প্রশাসনের ক্ষমা চাওয়ার পর উঠে আসলো ছাত্র জনতা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

রাহিদ রানা

টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা রাস্তা অবরোধ করে রেখে আন্দোলন করেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা দেড়টা থেকে শুরু করে ৩ টা অবধি তাদের আন্দোলন চলে।

আহতরা জানায়,বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ২১৭ জন আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়ার কথা ছিলো। সেই অনুযায়ী আসলে তাদের হাতে ৫ হাজার টাকার চেক দেওয়া হয়। এসময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা আহতদের সাথে কথা না বলে চলে যান। এরপর তারা জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। বেলা ৩ টা পর্যন্ত তাদের এই আন্দোলন চলে। তবে জেলা ছাত্র প্রতিনিধি আলামিন এসে তাদের সাথে কথা বলে রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসে আহতদের কাছে ক্ষমা চাওয়ার পর অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

এসময় আহত সোহানুর রহমান সোহান, সাইদুল রহমান, মিজানুর রহমান, খাইরুল ইসলাম সহ প্রায় অর্ধশতাধিক আহতরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *