নগরীতে “অপারেশন ডেভিল হান্ট অভিযানে”গ্রেফতার ১৩
খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে। মহানগরী এলাকায় ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অভিযানে ১) সাইফুল ইসলাম (৩০), পিতা-আজিজুল হক ভূইয়া, সাং-করিমনগর, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) আব্দুল্লাহ (২৭), পিতা-আল আমিন, সাং-আইডিয়াল কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, ৩) মোঃ সোহেল (৩৪), পিতা-মোঃ মাহবুব শেখ, সাং-ছোট বয়রা পাসপোর্ট অফিস, থানা-সোনাডাঙ্গা মডেল, ৪) মোঃ আসাদ চৌধুরী (৩৮), পিতা-আবুল হোসেন চৌধুরী, সাং-ছোট বয়রা, থানা-সোনাডাঙ্গা মডেল, ৫) সোহাগ (২৭), পিতা-মৃত: সেলিম সরদার, সাং-সেরুলা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, ৬) মোতাহার (৪০), পিতা-মৃত: মবিন উদ্দিন, সাং-বৈতপুর, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ৭) আরাফাত (২৮), পিতা-বাদল বিশ্বাস, সাং-গোবরদিয়া, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ৮) টুটুল হাওলাদার (৩২), পিতা-মোঃ হামিদ হাওলাদার, সাং-বদ্যপাড়া খেয়াঘাট, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ৯) মোঃ ইমরান সানা (১৯), পিতা-শরিফুল সানা, সাং-গঙ্গারামপুর, থানা-তালা, জেলা-সাতক্ষীরা, ১০) আমির হামজা (২১), পিতা-আব্দুল আলিম হাওলাদার, সাং-ঘাশিয়াখালী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নাজিরঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল, ১১) রমজান ফকির (১৯), পিতা-শহিদুল ফকির, সাং-ঘরমাঝি, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, ১২) আছাবুর রহমান (২৫), পিতা-মোঃ কালাম সরদার, সাং-চাঁদমুখি সরদার বাড়ী, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, এ/পি সাং-সোনাডাঙ্গা আইডিয়াল কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ১৩) মোঃ শামীম মল্লিক (৩৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম মল্লিক, সাং-বয়রা কলেজ মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।