খুলনা বটিয়াঘাটা উপজেলার পুটিমারী বাজার ব্যবসায়ীর সমিতির নির্বাচনে সভাপতি মাসুম,সম্পাদক জাহাঙ্গীর, কোষাধক্ষ্য ওসমান নির্বাচিত।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
পুটিমারি বাজার ব্যাবসায়ি সমিতি লিঃ ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৩ পর্য়ন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ১২২টি, কাষ্ট হয়েছে 117টি। ৫টি পদে ১০ জন প্রথী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মোহাম্মদ মাসুম ৬৮ভোট পেয়ে বিজয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম ৪৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর ৫৮ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকন সরদার ৫৬ ভোট, কোষাধক্ষ্য পদে ওসমান ৬৯ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওবায়দুল ৫৪ ভোট পান। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম নির্বাচনকালীন সময়ে পুলিশ প্রশাসন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *