এম এ জলিল বিভাগীয় পতিনিধি খুলনা। গাঁজাসহ ২ কারবারি আটক: কেএমপি
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ আজ ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ইসলামিয়া কলেজ রোড থেকে ১) মেহেদী হাসান (৩৯), পিতা-মুক্তার মুন্সী, সাং-থানাপাড়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ এবং ২) মামুন হাওলাদার (২৮), পিতা-মৃত: দেলোয়ার হোসেন, সাং-আনিচনগর, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদ্বয়কে ৯৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।