ইসলামপুরে যৌতুক না পেয়ে গৃহবধুকে হত্যা! ভূক্তভোগী পরিবারের ন্যায় বিচারের দাবী

লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে যৌতুকের দাবিতে নির্মমভাবে সদ্য প্রসূতি মা গৃহবধু কনিকা আক্তারকে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।

বুধবার (১২ফেব্রুয়ারি) উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তর গ্রামে পিতা জুয়েল মন্ডলের বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানাযায়, প্রবাসী জুয়েল মন্ডলের কন্যা কণিকা (১৯) গত দুই বছর আগে একই ইউনিয়নের তারতা পাড়া গ্রামের সোলাইমানের ছেলে নুর ইসলামের সাথে বিবাহ হয়। তাদের ঘরে পুত্র সন্তান জন্ম নেয়। জন্মের তিন মাস পরে গত ২৫ অক্টোবর ঘাতক স্বামী নুর ইসলাম যৌতুকের জন্য চাপ দেয়। যৌতুক না পেয়ে স্বামীর নিজ বাড়িতে পরিবারের লোকজন কণিকাকে শ্বাসরোধ করে হত্যা করে।

সংবাদ সম্মেলনে পিতা প্রবাসী জুয়েল মন্ডল বলেন, আমি বিদেশে থাকা অবস্থায় জানতে পারি আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি বিদেশ থেকে এসে থানায় অভিযোগ করলে তারা আমার অভিযোগের কর্ণপাত না করে আমার আমার ছোট ভাইয়ের নিকট কাগজে স্বাক্ষর নিয়ে অপমৃত্যু বলে চালিয়ে দেয়।

পরে আমার স্ত্রী খুকি জামালপুর কোর্টে নুর ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। কনিকার মা খুকি বাকশক্তি হারিয়ে শুধু ফেল ফেল করে তাকিয়ে থেকে বলেন, প্রায় ৪ মাস হলো আজো কোন আসামী গ্রেফতার হয়নি। আমি মেয়ের হত্যাকারীদের দ্রুত বিচার চাই।

এলাকার সুধী ব্যক্তি লুৎফর রহমান জানান, এটা পরিকল্পিত হত্যা। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় এই হত্যাকাণ্ড। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছি।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং ৩৮/২৪। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে ইসলামপুর থানা মামলা নং ২৪, ২৮-১১২৪ রেকর্ড করা হয় বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *