ঝিনাইদহে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে মঙ্গলবার ভোরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোশারফ হোসেন (৩৭)। সে ঝিনাইদহ জজকোর্টে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত ছিলো।
হরিনাকুন্ডু থানার ওসি এমএ রউফ খান জানান, মঙ্গলবার ভোরে হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের খাবির মন্ডলের দুই ছেলে নাসির হোসেন ও মোশারফ হোসেন একসাথে বাড়ির পাশ্ববর্তী জমিতে কলা কাটতে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সাইদ, আকুল ও বকুলের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী দুইভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে মারাত্মক আহত অবস্থায় উভয়কে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা ছোট ভাই মোশারফকে মৃত ঘোষনা করে। আহত বড়ভাই নাসিরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ব্যাপারে হরিনাকুন্ডু থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।