টাঙ্গাইলের বাসাইলে যুবকের লাশ উদ্ধার
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের বাসাইলে অভিজিৎ কুমার (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুুলিশ।
নিহত অভিজিৎ কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার প্যান্টের পকেটে জন্ম সনদ দেখে পরিচয় শনাক্ত করা হয়। তবে লোকটিকে গত দুইদিন ধরে ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।’তার সোরতহাল রিপোর্ট প্রস্তুত করেন বাসাইল থানার উপপরিদর্শক মন্জুরুল ইসলাম খান।