বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ০৩ জন।

মশিউর রহমান ঃ
বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মো: ইসমাইল হোসেন এর নেতৃত্বে এএসআই/ মো: আনোয়ার হোসেন বিপিএম, কং/৪৫৮ মো: রাশেদ, কং/৮৬৮ মো: ফাহাদ হোসেন, কং/১০৫০ মো: সালাউদ্দিন, কং/৪৩০ মো: ফারুক হোসেন, নারী কং/৮১১ মোসা: লাইজু আক্তার গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. ১৪.৪০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ১০ নং ওয়ার্ডস্থ বান্দ রোড বিআইডব্লিউটিএ এর ০৩ নং গেইটের দক্ষিণ পাশের আবুল কালাম এর মৌসুমী ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মো: রিয়াদ হোসেন সাহির (৩৩), পিতা-জয়নাল আবেদীন, মাতা-শিরিন আক্তার, সাং-যাত্রাপাশা, নতুনবাজার, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ বর্তমানে সোহাগ খন্দকারের বাসার ভাড়াটিয়া, বায়তুল আমান জামে মসজিদ গলি পূর্ব হাজীনগর, সারুলিয়া, থানা-ডেমরা, ঢাকা। ০২। মোসা: নাসরিন আক্তার (২১), পিতা-মো: নূরে আলম খান, মাতা-মোসা: হাসি বেগম, সাং-ছোনবুনিয়া, ডৌয়াতলা ইউপি, থানা-বামনা, জেলা-বরগুনা বর্তমানে সোহাগ খন্দকারের বাসার ভাড়াটিয়া, বাইতুল আমান জামে মসজিদ গলি স্টাফ কোয়ার্টার, থানা-ডেমরা, ঢাকা। ০৩। মোসা: শাহনাজ বেগম, পিতা-মৃত ইয়াকুব আলী সরদার, মাতা-ময়ুরজান বিবি, স্বামী-আলী আকবর সিকদার, সাং-কান্দিরপাড়, চিংগুটিয়া, রাজিহার ইউপি, থানা-আগৈলঝাড়া, জেলা-বরিশাল বর্তমানে ৫০/০২ ওয়ার্কসপ কলোনী, আনসার ক্যাম্প, ০১ নং মিরপুর, থানা-মিরপুর, ঢাকা’দের হেফাজত হতে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।

ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *