রাজবাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকা রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যদের অভিযানে ফেনসিডিলউদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের হাফিজুর রহমান মোড়লের ছেলে মো. মুরাদ হোসেন শুভ (১৯) এবং একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল রানা (২১)।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, ‘রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীবের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস আই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে সোমবার বিকেল ৪টার সময় রাজবাড়ী জেলার সদর থানার খানখানাপুর থেকে আসামি মো. মুরাদ হোসেন শুভ ও মো. রাসেল রানাকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।