সান্তাহারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আকাশ গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রাহুল কুমার আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকাশ উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার পূর্বশা সিনেমা হল এলাকার সন্তোষ ওরফে ভারত রায়ের ছেলে। গতকাল রোববার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট রাতে সান্তাহার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়রপাড়া মোড় এলাকায় যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ২১আগস্ট রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশিক হোসেন বাদী হয়ে থানায় ৭৭ জনের নামসহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী সান্তাহার পৌর ছাত্রলীগের সদস্য রাহুল কুমার আকাশকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, রোববার দুপুরে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।