বাল্কহেড চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নারায়নগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ ও ঢাকা নৌপুলিশের যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে চোরাই বাল্কহেড বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পোস্তগোলা থেকে বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামালও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ শাহাদাত হোসেন, সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম ও নাছিমা।

নৌপুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা জানান, গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট থেকে ‘এমবি মাছিয়াতা দরবার শরিফ’ নামের একটি বালুবাহী বাল্কহেডের স্টাফরা বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। এ সময় বাল্কহেডের খরচ বাবদ নগদ টাকা ও প্রয়োজনীয় জ্বালানি তেল নিয়ে যায় তারা। পরে বাল্কহেডের স্টাফরা বালুবাহী বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়।

কাজী নুসরাত এদীব লুনা আরও জানান, এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ নৌপুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার অভিযানকালে রাজধানীর শ্যামপুর থানার সহায়তায় যৌথ অভিযানে পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।

তার হেফাজত থেকে চুরি যাওয়া বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ (যার ওজন প্রায় ৩০ টন) জব্দ করা হয়। পরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *