শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

জাহাঙ্গীর হোসেন আহমেদ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে চোরাইপথে আনা ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিমের মাঠ থেকে ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা ওইসব জিরা জব্দ করে।

জব্দকৃত জীরার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায় নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা। ওইসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নাকুগাঁও মাঠে ১৯৫টি প্যাকেটেভর্তি ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকা জিরার প্যাকেটগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে যায় ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানভীর হাসান মজুমদার জানান আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্ত এলাকায় যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *