নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতারঃ

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
অব্যহত রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করার জন্য নিরলসভাবে অভিযান পরিচালনা। তারই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক টীম আজ ০৭ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে খুলনায় আগত আউটার বাইপাস রোডের সোনাডাঙ্গা কফি হাউজের সামনে নিউ বলেশ্বর নামক পরিবহনে অভিযান চালিয়ে ২ জনকে সন্দেহজনকভাবে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক রকম নাম-ঠিকানা প্রকাশ করে। একপর্যায়ে ১ জন নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে পিঠে ঝোলানো স্কুল ব্যাগের ভিতরে অভিনব কায়দায় রক্ষিত ৯ হাজার পিস ইয়াবা, ৪ টি এক হাজার টাকার জাল নোট ২ টি মোবাইল ফোন এবং ১ টি ভূয়া বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের একজনের নাম তৌহিদুল করিম (২৫) পিতা-মোজার মিয়া, কুতুপালং ক্যাম্প-১, ইস্ট, এ ১৬ ব্লক, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং অপরজন ইমরান খান (৩১) পিতা মোঃ শহিদুল খান, সাং-শ্রীফলা, থানা-কেশবপুর, জেলা-যশোর বলে জানায়। ইমরান খান জানায় যে, রোহিঙ্গা তৌহিদুল করিম যশোর কোতয়ালী থানার ঘোষপাড়া পালবাড়ীতে বাসা ভাড়া নিয়ে থাকে এবং তারা দুজনে মিলে নানা কৌশল অবলম্বন করে কক্সবাজার থেকে খুলনা হয়ে যশোর রুটে ইয়াবা চোরাচালান করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামীদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে সহায়তাকারী, অর্থ লগ্নিকারীসহ মাদকের গডফাদারদের সনাক্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *