সান্তাহারে ৮ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাইপাস সড়কের আনিকা ফিলিং ষ্টেশন এলাকা থেকে ৮ কেজি গাাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। গতকাল বুধবার সকালে একটি নম্বরবিহীন মিনিট্রাক থেকে ওই পরিমান গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ারীরা হলেন, লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের তৈয়ব আলীর ছেলে মাহাদী খান এবং নাটোরে জেলার উত্তর চৌকিরপাড়ার গ্রামের ফনিচন্দ্র চৌধুরীর ছেলে নয়ন কুমার।
মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম হোসেন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সান্তাহার পৌর শহরের আনিকা ফিলিং ষ্টেশনের নিকট থেকে ওই মিনি ট্রাকে পলিথিন মোড়কে লুকানো অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।